যাকে এক নজর দেখার অপেক্ষায়
পথ চেয়ে থাকি ।
তুমি সে,
যাকে এক নজর
দেখে মনে হয়,
আমি পৃথিবীর সব
সুখ পেয়ে গেছি !
তুমি সে,
যাকে এক নজর দেখার পর আমি
আমার আনন্দ - উল্লাস লুকিয়ে
রাখতে পারিনা ।
তুমিই সে,
যাকে এক নজর দেখার পর
দূরে চলে গেলে চোখ থেকে
অঝরে অশ্রু ধারা নেমে আসে !
তুমি আমার সেই ভালবাসা
যাকে ছাড়া আমি আমার কল্পনার
জগতই সাজাতে পারিনা ।
তাহলে বাস্তবতাটা কিভাবে সাজাবো !
_বিশুদ্ধ নীল
No comments:
Post a Comment