Ariful Islam Rakib
Tuesday, 14 April 2020
Saturday, 11 April 2020
কে তুমি?
যাকে এক নজর দেখার অপেক্ষায়
পথ চেয়ে থাকি ।
তুমি সে,
যাকে এক নজর
দেখে মনে হয়,
আমি পৃথিবীর সব
সুখ পেয়ে গেছি !
তুমি সে,
যাকে এক নজর দেখার পর আমি
আমার আনন্দ - উল্লাস লুকিয়ে
রাখতে পারিনা ।
তুমিই সে,
যাকে এক নজর দেখার পর
দূরে চলে গেলে চোখ থেকে
অঝরে অশ্রু ধারা নেমে আসে !
তুমি আমার সেই ভালবাসা
যাকে ছাড়া আমি আমার কল্পনার
জগতই সাজাতে পারিনা ।
তাহলে বাস্তবতাটা কিভাবে সাজাবো !
_বিশুদ্ধ নীল
Monday, 21 November 2016
তোমাকে ভালবাসি ।
কিন্তু, তাও তোমার
থেকে দূরে সরে আছি
তার কারন একটাই,
তুমি চাও না ।
তাই আমিও চাই না
তোমাকে কষ্ট দিতে ।
আর তাই তোমার
থেকে দূরে সরে থাকার
জন্য অনেকটা পথ
হেঁটে এসেছি ।
আজ আমি তোমার
থেকে অনেকটা দূরে
দারিয়ে আছি......
আর দূর থেকে ভাবছি
তোমার আর আমার
মধ্যেকার দূরত্বটা যদি
কখনো তুমি হেঁটে এসে
পূরন করে দাও তখন !!
এখন হইতো বা আমি
অনেকটাই কষ্টে আছি
কিন্তু, তখন আমি
পৃথিবীর সবচাইতে সুখি
মানুষ হবো ।
আর তোমার হাত ধরে
জীবনের বাকি পথ টুকু
এক সঙ্গে হাঁটবো ।
আর কখনো দূরে সরে
যেতে দেবো না ।
-একাকী এই আমি
কিন্তু, তাও তোমার
থেকে দূরে সরে আছি
তার কারন একটাই,
তুমি চাও না ।
তাই আমিও চাই না
তোমাকে কষ্ট দিতে ।
আর তাই তোমার
থেকে দূরে সরে থাকার
জন্য অনেকটা পথ
হেঁটে এসেছি ।
আজ আমি তোমার
থেকে অনেকটা দূরে
দারিয়ে আছি......
আর দূর থেকে ভাবছি
তোমার আর আমার
মধ্যেকার দূরত্বটা যদি
কখনো তুমি হেঁটে এসে
পূরন করে দাও তখন !!
এখন হইতো বা আমি
অনেকটাই কষ্টে আছি
কিন্তু, তখন আমি
পৃথিবীর সবচাইতে সুখি
মানুষ হবো ।
আর তোমার হাত ধরে
জীবনের বাকি পথ টুকু
এক সঙ্গে হাঁটবো ।
আর কখনো দূরে সরে
যেতে দেবো না ।
-একাকী এই আমি
Subscribe to:
Posts (Atom)