Monday, 21 November 2016

তোমাকে ভালবাসি ।
কিন্তু, তাও তোমার 
থেকে দূরে সরে আছি
তার কারন একটাই,
তুমি চাও না ।
তাই আমিও চাই না 
তোমাকে কষ্ট দিতে ।
আর তাই তোমার
থেকে দূরে সরে থাকার
জন্য অনেকটা পথ 
হেঁটে এসেছি । 
আজ আমি তোমার 
থেকে অনেকটা দূরে
দারিয়ে আছি......
আর দূর থেকে ভাবছি
তোমার আর আমার
মধ্যেকার দূরত্বটা যদি 
কখনো তুমি হেঁটে এসে
পূরন করে দাও তখন !!
এখন হইতো বা আমি 
অনেকটাই কষ্টে আছি
কিন্তু, তখন আমি
পৃথিবীর সবচাইতে সুখি
মানুষ হবো ।
আর তোমার হাত ধরে 
জীবনের বাকি পথ টুকু
এক সঙ্গে হাঁটবো ।
আর কখনো দূরে সরে
যেতে দেবো না ।

                        -একাকী এই আমি

No comments:

Post a Comment